মালয়েশিয়া মেডিকেল কবে থেকে শুরু | কত টাকা লাগে

আপনি কি মালয়েশিয়া মেডিকেল কবে থেকে শুরু হবে এবং মেডিকেল করার কতদিন পর কলিং ভিসা আসবে, মালোশিয়ার মেডিকেল করতে কত টাকা লাগে তা নিয়ে চিন্তিত। আমাদের এই আর্টিকেলটি পড়লে আপনি এই বিষয়গুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন।

মালয়েশিয়া মেডিকেল কবে থেকে শুরু

মালয়েশিয়া মেডিকেল কবে থেকে শুরু

মালয়েশিয়ার মেডিকেল সাধারণত সব সময় চালু থাকে না। যখন মালয়েশিয়ার ভিসা চালু হয় তখনই মালয়েশিয়া মেডিকেল শুরু হয়। তাই আপনাকে সরকারিভাবে অনুমোদনপ্রাপ্ত মালয়েশিয়া ভিসা এজেন্সির সাথে নিয়মিত যোগাযোগ করতে হবে। যখন থেকে ভিসা চালু হবে তখন তারা আপনাকে মালয়েশিয়ার ভিসার জন্য কি করতে হবে তা বলবে। আবার আপনার মেডিকেল করার জন্য অনেক কাগজপত্র প্রয়োজন হবে তাও তারা বলে দেবে।

মালোশিয়ার মেডিকেল করতে কত টাকা লাগে

মালয়েশিয়ার মেডিকেল করতে সাধারণত ১০ হাজার টাকা লাগে। তবে মেডিকেল সেন্টার এর পার্থক্যের কারণে  এর কম বেশি লাগতে পারে।

মেডিকেল করার কতদিন পরে মালয়েশিয়া কলিং ভিসা আসবে আসে

মেডিকেল করার পর সাধারণত তিনদিন পর রিপোর্ট পেয়ে যাবেন। আর যদি কোন সমস্যা হয় তাহলে ৫-৬ কিংবা সর্বোচ্চ এক সপ্তাহ লাগতে পারে। মালয়েশিয়া মেডিকেল যেখানে সেখানে করলে আপনার কোন কাজে আসবে না। আপনাকে মালয়েশিয়ার মেডিকেল করতে হলে সরকারিভাবে রেজিস্ট্রেশন প্রাপ্ত এজেন্সির মাধ্যমে মেডিকেল করতে হবে।


তা না হলে আপনার মেডিকেল পুরোটাই বৃথা যাবে। অনেক সময় দালালেরা আপনার  পাসপোর্ট নিয়ে মেডিকেল করিয়ে আপনাকে অনেক সময় ঘুরায়। যাতে আপনি অন্য কারো সাথে যোগাযোগ করে মালয়েশিয়া না যেতে পারেন। অতএব আপনাকে এই সকল দালালের কাছে না গিয়ে সরকারিভাবে রেজিস্ট্রেশনপ্রাপ্ত মালয়েশিয়া ভিসা এজেন্সি মাধ্যমে যোগাযোগ করে আপনি মালয়েশিয়া যেতে পারবেন্।


আর তারাই আপনার মালয়েশিয়া যাওয়ার জন্য যা যা দরকার তা তা বলে দেবে। এবং আপনি খুব সহজেই তাদের মাধ্যমে দুই থেকে তিন মাসের মধ্যে মালয়েশিয়া যেতে পারবেন। আমরা এর আগের একটি আর্টিকেলে 11 টি সরকার ভাবে অনুমোদন প্রাপ্ত মালয়েশিয়া ভিসা এজেন্সির নাম বলেছিলাম। আপনারা ইচ্ছা করলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন।

চোখ ট্যাগরা হলে কি মালয়েশিয়া যাওয়া যাবে

চোখ ট্যাগরা হলে মালয়েশিয়া যাওয়া যাবে। তবে মালয়েশিয়া মেডিকেল করার সময় তিন থেকে চার মিটার দূর কিছু লেখা দেখাবে ওগুলো আপনাকে পড়তে হবে। যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন তাহলে কোন সমস্যা হবে না।

প্রসাবে ইনফেকশন থাকলে কি মেডিকেল আনফিট করবে  

হ্যাঁ প্রসাবে ইনফেকশন থাকলে মেডিকেল আনফিট করবে। তবে আপনি যদি  পেশাবের ইনফেকশন সমস্যাটি সমাধান করে মেডিকেল করতে যান তাহলে মেডিকেলে আনফিট দেখাবে না।


ঠান্ডা লাগার কারণে মেডিকেলে আনফিট দেখাবে

যদি আপনার প্রতিনিয়ত ঠান্ডা লেগেই থাকে এবং আপনি সেই অবস্থায় মেডিকেল করেন তাহলে মেডিকেলে আনফিট দেখাবে। আর যদি আপনি ঠান্ডার সমস্যা সমাধান করে মেডিকেল করে তাহলে টিকে যাবেন।

সবশেষে

আশা করি আপনি মালয়েশিয়া মেডিকেল কবে থেকে চালু হবে এবং মেডিকেল করার কতদিন পর কলিং ভিসা আসবে, মালোশিয়ার মেডিকেল করতে কত টাকা লাগে এই বিষয়গুলো বুঝতে পেরেছেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url