মালয়েশিয়া ফ্লাইট কবে চালু হবে 2023 (আপডেট তথ্য)

মালয়েশিয়া ফ্লাইট কবে চালু হবে? এটি  নিয়ে অনেকে চিন্তিত থাকে। আজকে আমরা মালয়েশিয়ার ফ্লাইট কোন সময় চালু হবে, মালয়েশিয়া যেতে কত টাকা লাগে, এবং  বাংলাদেশের শ্রমিকরা কেন মালয়েশিয়া যেতে চায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ত–চলুন  শুরু করা যাক।

মালয়েশিয়া ফ্লাইট কবে চালু হবে


মালয়েশিয়া ফ্লাইট কবে চালু হবে

বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশের সরকার একটি চুুক্তি করে। আর চুুক্তি অনুযায়ী গত ১ ই জানুুয়ারি ২০২৩ তারিখে মালয়েশিয়ার সকল প্র্রকার ফ্লাট চালু করা হয়েছে। তাই আপনি যেকোন সময় বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসা যা্‌ওয়া করতে পারবেন।

বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে কতটুকু সময় লাগবে

বাংলাদেশ থেকে মালয়েশিয়া সরাসরি যেতে 4.15 থেকে 5 ঘন্টা লাগাতে পারে। আর যদি সরাসরি না গিয়ে ট্রানজিট এয়ারলাইন্স এ যান তাহলে ৮.১৫ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।কারণ ট্রানজিট এয়ারলাইন্স বাংলাদেশ থেকে সরাসরি মালয়েশিয়া না গিয়ে অন্য দেশে যায় এবং ওই দেশ থেকে মালয়েশিয়া যায় ফলে সময় বেশি লাগে।

মালয়েশিয়া যেতে কত টাকা লাগে

একজন বাংলাদেশী শ্রমিক কে মালয়েশিয়া যেতে লাগে ৭৮ হাজার ৯৯০ টাকা। আর যদি বেসরকারি ভাবে যেতে চায় তাহলে চার থেকে পাঁচ লক্ষ টাকা লাগতে পারে্। তবে আপনি এজেন্সির সাথে কথা বলে দাম কম বেশি করে নিতে পারেন।  কারণ বেসরকারিভাবে গেলে দামটা মূলত নির্ভর করে এজেন্সির উপর।

মালয়েশিয়া যেতে বিমান ভাড়া কত

বাংলাদেশ এয়ারলাইন্স দুটি ক্যাটাগরিতে সেবা দিয়ে থাকে।  যথা:

১ ইকোনোমিক ক্লাস 

২ বিজনেস ক্লাস

ইকোনমিক ক্লাস: ৩৫ থেকে ৫০০০০ টাকার মধ্যে আপনি ইকোনমিক ক্লাসের টিকেট পেয়ে যাবেন 

বিজনেস ক্লাস: ৪৫ থেকে ১ লক্ষ টাকার মধ্যে আপনি বিজনেস ক্লাস টিকেট পাবেন 

এখানে আমরা দেখতে পাচ্ছি ইকনোমিক ক্লাসের ভাড়াটি একটু কম এবং বিজনেস ক্লাসের ভাড়াটি একটু বেশি। তাই আপনি আপনার প্রয়োজন মত টিকেট কিনে মালয়েশিয়া যেতে পারবেন।

বাংলাদেশের শ্রমিকরা কেন মালয়েশিয়া  যেতে চায়

বাংলাদেশের মানুুষের মালয়েশিয়া যা্ওয়ার প্রধান কারন হলো বৈদেশিক মুদ্র্রা অর্জন। কারন বাংলাদেশের তুলনায় মালয়েশিয়ায় পারিশ্র্রমিক বেশি দিয়ে থাকে। ফলে বাংলাদেশি শ্রমিকরা বেশি পারিশ্র্রমিকের আসায়  মালয়েশিয়ায় চলে যায়। তাছারা বাংলাদেশে কাজের তুলনায়  জনসংখ্যা অনেক বেশি। ফলে অধিক পরিমানের জনসংখ্যা বেকার থাকে। আর এই বেকারত্ব দূর করতে মালয়েশিয়ায় পাড়ি জমায়।

বাংলাদেশের শ্রমিকরা মালয়েশিয়ায় গিয়ে কি কাজ করে

বাংলাদেশের শ্রমিকরা মালয়েশিয়া  গিয়ে নানান ধরনের কাজ করে। কিছু সংখ্যক শ্রমিক গার্মেন্টস এ কাজ করে।  আবার যারা কোম্পানির বিষয় আসে তারা কোম্পানিতে চাকরি করে। আবার কিছু মানুষ ফ্রী ভিসায় আসে তারা এখানে ঘুরে ঘুরে কাজ খুঁজে এবং করে।  যেমন বিল্ডিং নির্মাণ, রেস্টুরেন্টে,  কৃষি কাজ, ইলেকট্রিক্যাল কাজ, দোকানের কাজ ইত্যাদি। মালয়েশিয়ার মানুষ বাঙ্গালীদের দিয়ে অল্প টাকায় অনেক বেশি কাজ করিয়ে নিতে পারে তাই তারা বাঙালির শ্রমিকদের কে পছন্দ করে।


সবশেষে 

সবশেষে আমরা মালয়েশিয়ার ফ্লাইট  কোন সময় চালু হবে, মালয়েশিয়া যেতে কত টাকা লাগে, এবং  বাংলাদেশের শ্রমিকরা কেন যেতে চায় তা নিয়ে বিস্তারিত জানতে  পারলাম। তারপরও যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন  আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি যদি এরকম আরো তথ্য জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করুন কারণ আমরা এখানে এই সম্পর্কে নতুন নতুন তথ্য দিয়ে থাকে। সম্পূর্ণ ব্লকটি পড়ার জন্য ধন্যবাদ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url