মালয়েশিয়ার আয়তন কত | মালয়েশিয়ার জনসংখ্যা কত
আপনি যদি মালয়েশিয়ার আয়তন কত এবং মালয়েশিয়ার জন্যসংখ্যা কত কোটি তা জানতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন্। কারণ আমরা এই পোস্টের মাধ্যমে এ বিষয়টি সম্পূর্ণ আলোচনা করেছি। তো দেরি না করে আপনি পড়া শুরু করুন।
মালয়েশিয়ার আয়তন কত বর্গ কিলোমিটার
বাংলাদেশের তুলনায় মালয়েশিয়ার আয়তন অনেক বেশি মালয়েশিয়ার আয়তন প্রায় তিন লক্ষ ৩৯ হাজার ৮৪৭ বর্গ কিলোমিটার। যা প্রায় বাংলাদেশের আয়তনের তুলনায় দ্বিগুণ বেশি। আপনি যদি মালয়েশিয়ার আয়তন কিলোমিটার হিসাব না করে মাইলে হিসাব করতে চান তাহলে মালয়েশিয়ার আয়তন হবে ১ লক্ষ ২৭ হাজার ২৬৪ মাইল।
মালয়েশিয়ার জনসংখ্যা কত কোটি
মালয়েশিয়া জনসংখ্যা প্রায় তিন কোটি ৩৫ লক্ষ ৭০ হাজার জন। যা বাংলাদেশের জনগণের তুলনায় অনেক কম। যদিও মালয়েশিয়ার আয়তন বাংলাদেশের আয়তনের তুলনায় দুই গুণেরও বেশি। মালয়েশিয়া জনসংখ্যা আপনি যদি মিলিয়ন হিসাব করেন তাহলে ৩৩.৫৭ মিলিয়ন হবে।
মালয়েশিয়ার প্রতিবেশী রাষ্ট্র | মালোশিয়ার আশেপাশের দেশগুলোর নাম
মালয়েশিয়ার অনেকগুলো প্রতিবেশী রাষ্ট্র রয়েছে যেগুলোর নাম হল থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এবং ব্রুনাই; সিঙ্গাপুর, ভিয়েতনাম ও ফিলিপাইন ইত্যাদি এ সকল রাষ্ট্রগুলো মালয়েশিয়া স্থলভাগ ও জলভাগ প্রতিবেশী রাষ্ট্র।
মালয়েশিয়ার ভুখন্ড
মালয়েশিয়ার কতটি রাজ্য আছে
মালয়েশিয়ায় মোট 13 টি রাজ্য আছে। যার লিস্ট বা তালিকা নিচে দেওয়া হল:
পেনাং
সারাওয়াক
সেলাঙ্গর
জোহর
পেহাং
কেলান্তান
পেরাক
মালাক্কা
সাবাহ
কেদাহ
তেরেঙ্গানু
নেগেরি সেম্বিজান
পার্লিস
মালোশিয়ার স্থল ভাগ
মালয়েশিয়া স্থলভাগ সমতুল ভূমি ও পাহাড় রয়েছে। আবার মালয়েশিয়ায় অনেক জঙ্গল রয়েছে। সেই জঙ্গল সাফ করে সেখানে পাম গাছ চাষ করা হয়। আর এই পাম তেল সারাবিশ্বে তারা সাপ্লাই দেয় এতে তারা তাদের দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে।
মালয়েশিয়ার জলভাগ
মালয়েশিয়া চীন সাগরের মাধ্যমে বিভক্ত হয়েছে। মালয়েশিয়া জলভাগ থেকে অনেক পরিমানে মাছ ধরে। আর সেই মাছ বিক্রি করে অনেক জেলে জীবিকা নির্বাহ করে্।
মালয়েশিয়ার সবচেয়ে বেশি মানুষ কোন শহরে বাস করে
মালয়েশিয়ার সবচেয়ে বেশি মানুষ বাস করে কুয়ালালামপুর শহরে। কেননা কুয়ালালামপুর শহরটি হল মালয়েশিয়ার রাজধানী।
সবশেষে
আশা করি আপনি সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার মাধ্যমে মালয়েশিয়া আয়তন কতবর্গ কিলোমিটার এবং মালয়েশিয়া জন্যসংখ্যা কত কোটি এ বিষয়গুলো সম্পর্কে ডিটেইলস জানতে পেরেছেন।